অনিন্দিতা, আমার অনিন্দিতা
কথা ছিলো
তোমার সাথে দেখা হবে
দেখা হয়নি কষ্টের ভীড়ে!
দূরে দাঁড়ানো তোমাকে
নয়ন ভরা জলে
দেখেছি আমি আমার আপনাকে
একটুও বদলাওনি তুমি
অমলিন অপরুপ সেই হাসি
আজও লেপটে আছে টোল পড়া গালে
কপালে লাল টিপ দেখছি এখনও ভাসছে মোহনীয় রঙে
কী অপূর্ব তোমার অন্তরের শুভ্রতা
যা আমার হৃদয়ে বিষাদের আগুন জ্বালে।


জানো অনিন্দিতা
কথাগুলো একটুও মিথ্যা বলছিনা
যতবার গিয়েছি তোমার কাছে
ততবার আমি হেরে গেছি
বলতে পারিনি তোমাকে, দেখাতে পারিনি
কী ব্যথা বুকে? কি যন্ত্রনা নিয়ে আমি ঘুরি?
কি আমার চাওয়া?
জানি তোমার হয়নি কোন ক্ষতি
দুঃখের দহন জ্বালিয়ে পুড়িয়ে লণ্ডভণ্ড করে দিয়েছে
আমার অন্তর ভূমি
শরতের আকাশ ভরা স্নিগ্ধ আলো আমার মন ভোলাতে পারেনি
সাগরের নোনা জলে ডুবসাঁতার খেলে আমার প্রশান্তি মিলেনি
বাস্তবে আমি তা একটুও চাইনি
চেয়েছি নিজেকে তোমার বুকে জলাঞ্জলি দিতে
তোমাকে ভালোবেসে প্রেমিক হতে
ভালো আমি বেসেছি
প্রেমিকও হয়েছি
হয়তো বোঝাতে পারিনি তোমাকে!!


জানো অনিন্দিতা
আজ আর আমি সেই আমিটা নেই
অনেকটা বদলে ফেলেছি নিজেকে
যেমন বদলে গেছে তোমার বাড়ীর পথ
শানবাঁধানো পুকুর ঘাট
চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা বট বৃক্ষটি
বয়সের জৌলুস আর আগের মত নেই
পাতাগুলো মলিন বদনে চেয়ে আছে আমার দিকে
বিরহ কষ্ট বোধহয় তাকেও ব্যথিত করেছে!
রাস্তার দু'ধারে সারি সারি বেড়ে উঠা কৃষ্ণচূড়ার লাল রঙ নিভে গেছে সেই কবে
পাপড়িগুলি আর আগের মত ফোটেনা
শুভ্রতা ছড়াতে তারুণ্যের বনে
যৌবন মেতেছে বার্ধক্যের অভিলাষে
বয়সের বিষাক্ত আদর কেড়ে নিয়েছে শরীরের মনোরম রূপ
মনের বসত ভিটার চাকচিক্যও ভেস্তে গেছে!
আজ আর আমি আগের মত কবিতা লিখিনা
ডায়রির পাতাকে ক্যানভাস বানিয়ে
তুলির আঁচড়ে তোমার শৈল্পিক দেহের অবয়ব আঁকি না
যতবার ভাবি
গড়ে তুলতে পারিনা স্নেহের সেই যৌবন কাল
শিরায় শিরায় রক্ত আর আগের মত প্রণয় আকাঙ্ক্ষা তৈরী করেনা
যাতনার স্বরে প্রতিটি বিকাল কাঁদে
অস্ত যাওয়া সূর্যের ম্লান হাসি কী যেন আমায় বলতে চায়
বিষন্নতার ভারে আমি ন্যুয়ে পড়ি
কেবলই ন্যুয়ে পড়ি
কারো মায়ার অভাবে বেশ দারিদ্র ক্লিষ্ট যে এই আমি!!


জানো অনিন্দিতা
গঞ্জের চৌরাস্তার মোড়ে আজও দাঁড়িয়ে কেউ একজন
আমারই মত করে কারে যেন খোঁজে
রোজকার আনাগোনা কেন জানি
সেই পথ গেছে ভুলে
দৃষ্টির সীমানা এখন বেশ সীমিত
চোখে ছানি পড়ে!
তবুও কারে যেন খোঁজে
অদ্ভুত সেই মায়ার লোভে!!
ক্ষত বিক্ষত এ হৃদয়
কতবার যে বাতাসে উড়িয়ে দিয়েছে বিরহী শোক
অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে করেছে নিবেদন
যৌবন মৌন মিছিল করেছে রাজপথে
তোমাকে চেয়ে, শুধুই তোমাকে পাওয়ার লোভে
পুলিশি বাধা, লাঠি, গুলি, টিয়ার গ্যাস
জেল, জুলুম, মামলা, হামলা কোন কিছুই দমাতে পারেনি অন্তর সত্তাকে, আমার আবেগকে
হয়তো জানো, হয়তোবা না
আমি বুঝি কি আমার বেদনা
কি আমার কষ্ট, কি সুখ থেকে আমি বঞ্চিত
কি প্রত্যাশা চিৎকার করে উঠে আমার বুকে নিত্য!!
তোমার হয়নি কোন ক্ষতি
ভালো-মন্দ মিলিয়ে তুমি বেশ আছো বুঝি
যে ক্ষতি আমি মেনে নিয়েছি
তাই হোক আমার নিত্যদিনের সঙ্গী
ভালো থেকো তুমি
ভালো থেকো
ভালো থেকো।।


রচনাকাল
১৩.১০.২১