তার হরিনী দু'টি চোখ
বুঝে আমার দু:খ
ভাষা প্রকাশে অনিচ্ছুক
কী মায়াবী তার রুপ।


তার অব্যক্ত ভাষা
বুকে বাঁধে সুখের বাসা
অদ্ভুত এক মমতায়
খোঁজে লালিত স্বপ্নের আশা।


তার অপরুপ ঠোঁট
অনর্গল বাঁধায় রোগ
মহাকর্ষের প্রভাবে
মিলে আরোগ্যের সুখ।


তার হাসিমাখা মুখ
যেন মনের অলি-গলির
আবেগ সঞ্চিত সুখ
গন্তব্যের অপেক্ষায়
লিখে অবিরাম নোট।


তার দীঘল কালো চুল
পাহাড়ি ঝর্ণার কানের দুল
মুগ্ধ তায় মুগ্ধ তায় দেখি
খোপায় তারার ফুল।


তার অনুভব, অনুভূতির সুর
দিবস ও রজনী কেড়ে নেয়
সুখ যত মোর!


রচনাকাল
২৩.০৪.২০২০