তার এলোমেলো চুলে যেন ঝর্ণা দোলে
বাতাস তোলে ঢেউ, ডাগর দু'টি চোখ বলে
হৃদয়ে জমে উঠেছে ভালবাসার মৌ।


তার পায়ের মল বলে সরে গেছে নিস্তব্ধতা
নির্ভয়ে এসে বসতে পার কাছে
দেহের ভাঁজে সাজিয়েছি যৌবনের উন্মাদনা
সযত্নে বুঝে নাও তাকে।


তার ঠোঁট যেন রক্ত গোলাপ অহরহ হাসি ফোটে গালে
সুখ এসে বলে বড্ড মায়াবতী মেয়েটি ভালবাস তুমি তাকে।


তার অনুভূতির মিছিল মাঝে মাঝে ঘেরাও করে আমায় ভুল বাহানার ছলে
হেসে বলি একটু সময় দাও ইচ্ছার ফুল ফুটুক আগে।


রচনাকাল
০৩.০৯.২০