কষ্ট আমায় ভাল বুঝে
মৈত্রী তাই আমার সঙ্গে
বুকের মধ্যে বসত গড়ে
ভেতর টাকে নষ্ট করে।


কষ্ট যখন নিলাম তুলি
স্মৃতিগুলো ফিরে মনের বাড়ি
বলি আর নি বনা অঞ্জলি
মুক্তি পেলেই হব সুখী!


কষ্ট বলে সুখী হবি
তা কী সম্ভব আমায় ছাড়ি
তোকে আমি ভাল বুঝি
নিত্য তাই তোর সঙ্গী।


কষ্ট এখন মনের আয়না
শুনে যাই তার নানান বায়না
সময় অসময় বুঝতে পারিনা
চোখও এখন জল দেখে না।


রচনাকাল
১১.১১.২০