বুকের গহীনে জমানো কথা
বলতে ছেয়েছি বার বার
হয়নি বলা অভিমানি মন তার।


এই একটি ভুলের মাশুল দিতে
হৃদয় ভিজিয়েছি দু'চোখের জলে
নিত্য দাঁড়িয়ে থেকে পথের মোড়ে
প্রতীক্ষার অবসান হয় যদি ভেবে।


ওগো অভিমানি
ভালোবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রানী
নি:স্ব করে নামিয়ে পথে
কোন সুরের আলাপ নে নাচ গো তুমি
ঐ বাঁশীর সুরতো নয় আমারও বানী
ওগো অভিমানি, আমি কী তারে চিনি?


ওগো অভিমানি
বে-হিসাবি খেলা খেলে, রাত নির্ঘুম কাটে
মেঘে মেঘে বেলা হয় স্বপ্নগুলো পুড়ে
দিন কাটে হাহাকারে, ঝরাপাতা কেঁদে মরে
বিরহ ব্যথা জাগে হৃদয়েরও ভাঁজে ভাঁজে
একান্তে বুঝি তারে
তুমি প্রশান্তির হাসি হাসো আমারে ঠেলে দূরে
হৃদয় দিয়ে তুমি বুঝে নিবে কী মোরে!  


রচনাকাল
১৬.০৯.২০