মনে রেখো
তোমার জীবন উপন্যাসের নায়ক কিন্তু আমি
আমায় ভেবে ভেবে গল্পের দৃশ্য কল্প সাজাও তুমি
অভিনয় প্রশিক্ষণ নিতে যাচ্ছি হলিউড
ফিরবো খুব সহসা, সম্পর্ক যেহেতু একতরফা।
লিখেছি অনেক কবিতা
খুঁজলেই পাবে তোমার হৃৎপিণ্ডে লেপটে আছে খণ্ড খণ্ড দেয়ালিকা
অভিনয় আমি জানিনা, সত্যি ওটা খুব কঠিন
অজুহাত মানি না মানবো ও না
ভেবো না মেনে নিবো ব্যর্থতা, ওটা হবে নিরর্থক কল্পনা
অনেক কষ্টে রপ্ত করেছি তোমার অবহেলার অসুখে বসবাস করার অভ্যেস
বিশ্বাস করো আর পারিনা
ভিখিরি পরাণ ভালোবাসার যন্ত্রনায় দগ্ধ হতে হতে
নিতে পারছেনা ব্যথার ভার
বলো আর কতকাল
দাও মাস বছরের সীমানা তার।
এটা বাঁচা নয়, আবেগ অনুভূতির এক দু:সহ মরন
কিছু কিছু ব্যথার ভেতর ঘরে করুন রোধন
মুখোমুখি দর্পণে দেখি তোমার চৌকশ অভিনয়
সত্য কি মিথ্যা ভেবে নিছক সময় নষ্ট নয়
আমি শুধুই ভালোবাসি  
ভালোবাসার পরিচর্যা করতে গিয়ে বুঝলাম জীবনের সুন্দর আরেক নাম 'অভিনয়'।।


রচনাকাল
১৪.০৩.২১