শুনবো না কোন কথা
নীরবতায় ঢেকে রাখ মুখ
দেখো পড়ন্ত বিকেল
হাঁটু গেঁড়ে বসে আছে দূরে
পদ্মার বুকে ভেসে উঠেছে
গোধুলীর লাজরাঙা মিনতি
ডুবে যাচ্ছে রক্তিম সূর্য
বুজিয়ে দিনের স্তুতি
প্রতিবাদে
লাল নীল জল রঙ
তুলির আঁচড় বসিয়ে
করছে প্রতিকী অনশন
কেন ডুবে যাচ্ছে সূর্য্যি মামার ঢং !
দূরে কুয়াশা ঘিরে ধরেছে
দিগন্তের সব বাড়ী
ঠিকানায় ফিরছে একপাল গরু
দুরন্ত রাখালের তাড়া পিছুপিছু
শুনিতে কী পাও
দূর থেকে ভেসে আসছে
গাড়িয়ালের ভাওয়াইয়া হাঁক
সুমধুর কণ্ঠ
গায়ে তার এই মাটিরই সোঁ ধা গন্ধ!
দেখো বিস্তীর্ণ মাঠজুড়ে বসেছে
বিশুদ্ধ বাতাসের হাঁট
নিতে পার সব
দিতে হবেনা মূল্যমান
নির্মল কর প্রাণ।
আবার কবে সুযোগ হবে
যান্ত্রিক কোলাহল ছেড়ে
পদ্মার বিরান বালুচরে
জ্যোৎস্নায় পা ভিজাবার!


রচনাকাল
২৬.০১.২১