যে তোমার মন ভেঙ্গেছে
শুনেছি গত সপ্তায় হলো
তার কুল খানি
যে আমার মন ভেঙ্গেছে
তার থেকে অনেক দূরে
এখন আমি
চলার পথে এমন ঘটনা
অহরহ ঘটে জানি
তবুও মনের বিড়ম্বনা
থেমে নেই একটু খানি
অবিরাম সচল যেন
ঘানি টানার মেশিন খানি।


বন্ধু হতে গিয়ে যার চোখে
শত্রু বলে গণ্য হলাম
বিচ্ছেদের অনলে পুড়ে পুড়ে
ভালোবাসা ভুলে গেলাম
তার বিচারের ভার তোমায় দিলাম
নিজে রও যে মন আছে
তা ভেবে সরে এলাম
ঝরাপাতার কষ্টগুলো
কী করে বল নিলামে তুলি
ভালোবাসি বন্ধু তোমায়
ভালো থাকো তুমি।


কোন দিন
ইচ্ছে জাগে যদি সাক্ষাৎকারে
আসার অনুমতি রইলো
কবর জিয়ারতের
আবদার শুধু এইটুকু
নীল রঙা শাড়ী থাকতে হবে গতরে
ফাল্গুনী হাওয়া কাঁদিলেও
চোখ থেকে যেন সেইদিন
এক ফোঁটা জল না ঝরে
নয়ন তোমারে দেখিবেনা
অন্তর বুঝিবে
এসেছিলে শেষ বিকালে
আমার দুয়ারে
এখনও দাঁড়িয়ে আছ নীরবে
চাপা কষ্ট সয়ে।


রচনাকাল
২৭.১১.২০