প্রিয়তমা,
আমি তো রয়ে গেলাম তোমার অতীতের কাছে
তুমি ভেসে গেলে আধুনিকতার উচ্ছ্বাসে
বিদ্রোহী বিনাশী হয়েও পারিনি তোমায় ঠেকাতে
যে রক্ত আর হাড়ের সাথে মিশেছি আমি
যে বুকের মালিকানা স্বত্ত্ব দিয়েছিলে তুমি
যে হাসি উপভোগের একমাত্র দাবীদার করেছিলে আমায়
যে দু'হাত তোমার মুঠো মুঠো প্রেমে ভরে দিত হৃদয়
আজ সব পর, বিরহ ঘিরে আমি বেঁধেছি ঘর
মেনে নিয়েছি প্রেমের আত্মহনন, একাকীত্ব করে বরণ।


রচনাকাল
২৬/০৭/২০২০