আজ তোমার জন্ম দিনে
চোখের তারায় ভর করে মুঠো মুঠো প্রেম
স্বপ্নগুলো ভাসে স্মৃতির দর্পণে
যৌবন খেলে বেহিসাবি খেলা
উল্লাসে আকাশে ভাসে অগোছালো মেঘ
জ্যোৎস্নার আলো ঝলমলে রাতে
অসীম কৃতজ্ঞ তায়।

আজ তোমার জন্ম দিনে
ঘাস ফড়িং নাচে আমার আঙিনায়
গোলাপ পাপড়ি ছড়িয়ে রাজ পথও রাঙ্গে
ঈর্ষায় কৃষ্ণচূঁড়াও সাজে সেই রঙে
চিরচেনা লোকালয়ে।


আজ তোমার জন্ম দিনে
আমি ফিরে যাই সেই দিনে
যে দিন প্রথম দেখা
দু'জনে মুখোমুখি একা
সময়টা ছিল বেশ চমৎকার
বাইরে বৃষ্টি, স্নিগ্ধ হাওয়া
মেঘের আড়ালে সূর্যের উঁকি
মিটিমিটি রোদ্দুর খেলা
ভয় সংকোচ দূরে সরিয়ে
ভেজা কণ্ঠে আমারই প্রথম
না বলা কথাটি বলা।

আজ তোমার জন্ম দিনে
হৃদয়  হাসে সংগোপনে
আকাশ পানে চেয়ে দেখো
প্রাণের ভিতর যে অন্ত:করণ
খোঁজ তার স্পন্দন
দেখিবে তাহারে তুমি
যে তোমারে দিয়েছে সব
ভালোবাসার প্রতিদানে।


রচনাকাল
১৬.০৩.২০১৯