আমার চারপাশে কেবল শূন্যতা
সুখ হীন রজনী, দীনহীন নিদ্রা
চাল চুলা হীন জীবনের
পকেটাও এখন বেশ মলীন।


আকাশ ছোঁয়ার স্বপ্নটা
বহু আগে ঠাঁই নিয়েছে পরপারে
কষ্টের বোঝা রেখে এ পারে
চোখেও এখন আর জল আসেনা
তোমার বিরহে।


অথচ এই আমি
কল্পনার ফানুস উড়িয়ে
কত ফাগুন কাটিয়েছি
অমাবস্যার গহীন অন্ধকারে
অপেক্ষার সিঁড়ি বেয়ে বেয়ে
কতবার হাজির হয়েছি তোমার দুয়ারে
স্বপ্ন ছিল নখাগ্রে দেখবো প্রেম
শূন্যস্থানে বসাবো তোমার ধ্যান
মরুউদ্যানে ফুটাবো ভালোবাসার ফুল
চোখের জলে ভাঙ্গাবো বৃষ্টির ভুল।


বলতে দ্বিধা নেই
সে স্বপ্ন আজ দূর অতীত
বেশ অজানা অচেনা
বিরহ যন্ত্র নায় লাগাম ছাড়া।


অথচ এই আমি
ভালোবেসে কার্পণ্য শিখিনি
প্রথম প্রেমের প্রথম প্রহরে
যা কিছু সম্বল ছিল দিয়েছি উজাড় করে
শুধু তুমি চাওনি বলে
ভালোবাসা হলো না আমারে।
আজ অনেক বছর পরে
ভীষণ ব্যথায় মনে পড়লো
সেই তোমারে!


রচনাকাল
২৫.০৫.২০২০