সব কথা তুমি বলো, বুকে ব্যথা বড়
আমারওযে কিছু কথা, বলি তুমি শোন
দেয়ালে দেয়ালে আঁকা, যত ছবি দেখো
শোষন আর বঞ্চনা, উপহাস তত
আকাশে বাতাসে উড়ে, ধুলোবালি শত
ঐ দূরে ছুটে চলে, তাড়া তাই তত
নামিলে বর্ষার জল, নাচে ঝর্ণাধারা
আমি তুমি ঘর হারা, শুন্য চিলেকোঠা
ছেঁড়া ফাটা সে কাগজে, লিখ বোনা আর
ভাঙ্গা মনে যত কথা, জমা রাখা তার
কেউ সাজে মহারাজা, কেউ পুঁজিপতি
গরীবের ধন লুটে, সাজে মহা রতি
পথের সে ধুলা মাখা, অনাথ শিশুটি
এদিক ওদিক দেখে, পায় কারে সাথে
তার বাড়ি ফুটপাতে, ভাত নাই পাতে
নামে সেতো পথকলি, স্বপ্নহীন ছড়ি
সুবিধাবঞ্চিতদের, তালিকায় পড়ি।
জীবন বাঁচাতে কারা, যেন খুঁজে ত্রাণ
শুনে সেই ত্রাণ গেছে, নেতার গুদাম
সব নেতা এক নয়, কিছু নেতা বাজে
সুযোগ সুবিধা নিতে, রাজনীতির হাঁটে
দুর্নীতি স্বজন প্রীতি, যারা বেশি করে
তারা সাজে সমাজপতি, দিনে আর রাতে
কৃষক, শ্রমিক, জেলে, পড়ে রোষানলে
রোদ, বৃষ্টি, কাদা, জলে, তবু তারা খাটে
মন খুলে কথা বলে, বিনয়ের সাথে
আসলে যে রাজা তারা, কে না বুঝে তাহা
চাকর সে আমলারা, সাজে কেন প্রভু
জনগণ দীন হীন, সরলরেখা সরু
ক্ষমতার দম্ভ নিয়ে, কারা কতকাল
ইতিহাস খুঁজে দেখো, নয় চিরকাল
দিন সেতো দূরে নয়, জনতার কণ্ঠে  
ন্যায্যতার দাবী ফুটবে, তখন বুঝবে
রাজনীতি জনসেবা, লুটপাটের নয়
সেবা দিয়ে জনতার, মন কর জয়
জনতা তোমার হবে, কেটে যাবে ভয়
ক্ষমতাতো আজীবন, চিরস্থায়ী নয়।


রচনাকাল
০৪.০৮.২১