বয়সের ভারে আমি যখন ন্যুব্জ
তখনো আমার মনে তুমি থাকবে ষোড়শী হয়ে।


এই আমি তোমাকে নিয়ে তখন নতুন করে ভালবাসার মঞ্চ সাজাব
পূর্ণিমার আলোয় ভেজাবো মন
ভর দুপুরে যাব সমুদ্র স্নানে
চৈত্রের উষ্ণতায় পোড়াবো দেহ-মন।


বৈশাখের প্রথম প্রহরে শুধরে নিব নিজেকে
রমনার বটমূলে
বৃষ্টি হয়ে ঠাঁই নিব আষাঢ়ে তোমার দু'চোখে।


শরতের বাগান সাজাবো কাশ ফুলে ফুলে
সূর্যের আলিঙ্গনে রাঙ্গাবো বিছানার চাদর
শীতের সকালে
ভেজাবো ঘাসের চাদর শিশিরের আঁচড়ে।


বসন্তে রাঙ্গাবো হৃদয়ের আঙ্গিনা
মৌনতার গানে গানে
সন্ধ্যা নামার আগে ফিরব বাড়ী
তোমার মমতার আহ্বানে।


বার্ধক্যে তুমি ষোড়শী হলে
আমি হব টগবগে তরুণ
হব চাঁদের স্নিগ্ধ শীতল আলো
মিশে একাকার হবো তোমার রক্তের প্রতিটা কণিকায়
বাঁচিয়ে রাখবো আমার অস্তিত্ব তোমার মানস পটে।


বয়সের ভারে আমি যখন ন্যুব্জ
তখনো আমার মনে তুমি থাকবে ষোড়শী হয়ে।