স্বপ্নগুলো পুড়ে গেছে দেশলাই এর আগুনে
কষ্টগুলো জমাট বেঁধে আছে বুকের গহীনে
চোখের নীচে কালো ছায়ার বাস তুমি বিহনে
একলা ঘরে চান্দের আলো দেখি কেমনে!


দু:খের সাথে বসত করে আমার কষ্টেরা সব ভালই আছে
ইচ্ছে হলে তোমার গুলোও দিতে পার যত্ন নেব আড়াল করে
রাত বিরেতে ওরাই হয়তো কাংখিত সুখ দিবে তোমার আমি এই ভেবে
ফেরত চাইলে ফেরত পাবেনা বন্ধু ক্ষমা চাই নিজ গুণে ।


দু:খ আমায় ভালবাসে, কষ্ট রাখে হাঁসি মুখে
দু:খ ছাড়া জীবন আমার কেবলই উপোষ লাগে
দু:খ বুঝে চোখের ভাষা, কষ্ট মাখে রঙ
সর্ব হারার ছবি আঁকে ছন্নছাড়া মন।


রচনাকাল
১২.১১.২০