চল হাত ধরে, দূরে বহুদূরে
পাখিদের লোকালয়ে, স্নিগ্ধতার তীরে
আমা জানের সবুজ নীড়ে, সাইবেরিয়ার দ্বীপে।


বদ্ধ এ খেলা ঘরে বড্ড অসহায় লাগে
এ নগরে এখন আর গানের সুরে মন মাতে না
হৃদয়ের গভীর থেকে হাঁসি ফুটে ওঠেনা
সব যেন এলোমেলো, অনুভবে কষ্ট এলো
চারিদিকে নিষ্ঠুরতা, অসহনীয় চাপা ব্যথা
বেদনার নীল আকাশে হতাশার কালো ছায়া
করোনার মৃত্যু থাবা, দূরত্ব বজায় রেখে চলা
আমি ভালো নেই, দুষিত এ শ্বাসের মোহনায়।


ওপারে চলে গেছে বহু জন, কারো কারো স্বজন
আবেগ ভালোবাসার বন্ধন রেখে ভূপৃষ্ঠে
লাশের এ শহর ছেড়ে, চল হাত ধরে, দূরে বহুদূরে
পাখিদের লোকালয়ে, স্নিগ্ধতার তীরে
আমা জানের সবুজ নীড়ে, সাইবেরিয়ার দ্বীপে
বিশুদ্ধ শ্বাসের খোঁজে, স্বস্তির ঠিকানা হয়তো হবে!


রচনাকাল
১০.০৬.২০২০