সুখে ছিলাম, সুখী হলাম
ভালোবেসে তোমায় পেলাম
পূর্ণতায় ভরে আছে দেহ-মন
নি:সঙ্গতাকে পাঠিয়ে বৃন্দাবন।


ভাবনার ডালে দু'জন বেঁধেছি সুখের বাসা
দক্ষিণ জানালায় দোলে রাতের খোলা হাওয়া
বারান্দায় জ্যোৎস্নার ভরা আলো, দূর আকাশে ভাসে সুখ তারা
সুরের তানপুরা তুলেছে মন ভোলানো ঝংকার
রাতের পৃথিবীতে নেমেছে নিস্তব্ধতার দ্যুতি
একমুঠো সুখের জন্য করি কিছু কিছু পাগলামি
তুমি বুঝেছিলে যে দিন হাতে হাত রেখেছিলে
শক্ত বাঁধনে বেঁধে কৃতজ্ঞ করেছ মোরে।


আমি এখন সুখের ডানা মেলে উড়ি
মনের দুয়ার খুলে বহু পথ হেঁটে চলি
ডাইরীর স্বচ্ছ পাতায় লিখে ফেলি অসংখ্য কবিতা
প্রকৃতি, প্রেম, দ্রোহ, বিরহ, মানবতা
ভাবি আগামীর কথা, তুমি ভাবছো এ সব পাগলামি অযথা!
আমি হেঁসে উড়িয়ে দেই, বলি ভালোবাসার গল্পটা হয় এমন
তোমার সাথে গেঁথেছি যে আমার স্বপন।


রচনাকাল
১৩.০৬.২০২০