তার কপালের টিপ
আমার ভালোবাসার দ্বীপ!
লাল, কালো, সবুজ, নীল গাড়
চেনা রঙ্গে অমৃত সুধায়
হৃদয়ে এক ফোটা চাঁদের আলো
দেখে জেগে উঠে প্রেম, যৌবন শিহরণ
নি:সঙ্গ আবেগী মন
আনমনে ছুটে চলে, শুনে না বারণ।


তার কপালের টিপ
ছোট্ট একটা দ্বীপ
ছেঁড়া কিংবা নিঝুম দ্বীপ নয়
লাল, কালো, সবুজ, নীল গাড়
আমার কল্পনার সেটে
চাঁদের হাসি জড়ানো এক টুকরা আলো
গোধুলীর আকাশটার মত মায়াবী যার মোহ
মুহূর্তে আকৃষ্ট করে নান্দনিক দেহ।


সেও বেশ, টেনে ধরে অন্তর জ্বালার রেশ
উদাস দুপুরে চোখের পাপড়িতে
আঁকড়ে ধরে সীমানার শেষ
বলে ওঠে ভালোবাসি
মর্ত্যলোকে চল দু'জন
সুখের জোয়ারে ভাসি।


তাই তার কপালের টিপ
আমার ভালোবাসার দ্বীপ!
ভালো লাগার অপরূপ সৌন্দর্যের
এক শৈল্পিক মোহনীয় দিক।


রচনাকাল
১৬. ০৪.২০২০