তোমার মুখের কথা
চোখের ভাষা খুঁজি নাগো
মনের ভাষা বুঝি
জানি ভালো বাসনা তুমি
তবু ফিরে ফিরে আসি আমি
বেঁচে থাকার একটু আশা
কি দিয়েছো ঘৃনার পাহাড় ছাড়া
তবুও হৃদয়ে তোমার বাস
কেন দেয় সাড়া
তাতে আমি দিশাহারা।
জানোনা হয়তো তুমি
ঐ আকাশের তারা বলে
নিশীথ প্রহরী জাগে
বেদনার বাঁশী বাজে
নিবিড় ঘন আঁধার নামে।
তুমি যাও যে সরে
রাতের সে নীরবতা বুকে কাঁদে
বেদনার ইতিহাস নাম লিখে
উঠে গ্রীনিচ বুকে
জানি ভালো বাসনা তুমি
থাকো মহাসুখে।


রচনাকাল
২৪.০৭.২১