হঠাৎ থমকে গেছি তোমার চোখে তাকিয়ে
বিশ্বাস না হলে প্রশ্ন করো নিজেকে
ঐ আলোকিত মুখে
ভালোবাসার অনুভূতি গুলো আজ কেন যেন মলিন
মনে হচ্ছে বেদনার পর্বত বেয়ে বেয়ে তুমি বেশ ক্লান্ত
দৃষ্টি বলে দিচ্ছে হৃৎপিণ্ডের ভিতর জেগে উঠেছে শূন্যতার চর
দিবার কিছু নেই তোমার
একাকীত্ব এখন সম্বল
খুব কষ্ট হচ্ছে তাই না?
আমার একটুও খারাপ লাগছেনা!
বরং খুশী এই ভেবে
চরম সত্যের কাছে তুমিও আজ নত হলে
এখন তুমিও খুব একা, আমিও একা
রাগ, ক্ষোভ, জেদ, মান, অভিমান সব গেছে মরে
হাত বাড়াবার ইচ্ছেটাও ছেড়ে গেছে বহু আগে
তবুও বেঁচে আছি
এর মানে
একাকীত্বের এই শহরটা বেশ পরিপাটি।


তারিখ
৩০.০৩.২১