তোমার দু'চোখে আমি আমাকে দেখতে পাই
ভীরু লাজের চোখ দুটিও যেন আমায় কিছু বলতে চায়
ভাষা বুঝি একে অন্যের, শুধু প্রকাশে ভয় হয়
ভালোবাসার শুরু টা বোধহয় এমনই হয়!


বলতে চাই আমি কিছু কথা, তুমিও চাও বলতে
হয় না কোন কথা
মুখোমুখি হলেই হৃদয় বুঝে হৃদয়ের নীরব ভাষা
ভালোবাসার প্রথম কথা বোধহয় এভাবেই হয় বলা!


আমি তো আমার মত ভাবি
তুমিও হয়তো রাত-দিন চব্বিশ ঘণ্টা খোঁজ আমার অন্তরের তালা খোলার চাবি
কাজের অবসরে যখন মুখোমুখি বসি
ভাবি ডুবে ডুবে জল খাওয়ার অবসাদে ক্ষয়ে ক্ষয়ে
আর কতকাল বাজাবো প্রেমেরও বাঁশী!


তারপর ভাঙ্গলো গভীর নীরবতা
চিরকুটে চিরকুটে হলো অনেক কথা
মহান প্রেমের সেই মোহনীয় ভাব ধারা
আজো বহমান আছে তার একই সজীবতা
এভাবেই হয়তো বেঁচে থাকে ভালোবাসা
হৃদয়ে হৃদয়ে গেঁথে নানামুখী কথা!


রচনাকাল
৩০.১০.২০