ঐ দূরে বলাকারা উড়ে
ঘন কাশবনে ললনা রা ঘুরে
মন করে আনচান, হয় যদি বিড়ম্বনার অবসান
কবে দেখতে পাব তোমায় আমার করে
বলে যাও মোরে
আকাশ সেজেছে আজ তোমার রঙে
চৈতী হাওয়া দোল দিয়ে যায়
তোমার কানের দুলে
উল্লাসে বাড়ে তরুলতা
তুমি মোর প্রিয়া হবে ভেবে
বে নীর ভাঁজে ভাঁজে জড়ায়ে তারা
ছুটেছে আমার ভিন গাঁয়ে।
উদাস দুপুর থেমে গেছে
বেলা খুঁজিবার তরে পেয়ে তাড়া
পারা পারের ঘাটে বসে আছি একা
তোমার অপেক্ষায় প্রিয়া।


রচনাকাল
০৪.১০.২০