তোর শহরে বৃষ্টি নামুক
দেহ ভিজে অঙ্গ ভাসুক
স্বপ্নগুলো নিলাম উঠুক
দীঘির বুকে পদ্ম ফুটুক।


তোর শহরের আবেগ গুলো
বেড়ে উঠুক আমার হয়ে
স্বাধীন চেতা ইচ্ছাগুলো
মেলুক ডানা ঘুড়ির ঢঙ্গে ।


তোর শহরের বেলকনিতে
বেড়ে উঠুক এঁকে বেঁকে
তরুলতা মনের সুখে
বাদল দিনের সরাব গিলে।


তোর শহরে দিন দুপুরে
মন পবনের নাও ভাসিয়ে
ঘুরবো আমি তোরই খোঁজে
ঘাটে ঘাটে নাও ভিড়াইয়া।

তোর শহরে পাহাড় ভেঙ্গে
ঝর্ণা নামবে চুল উড়িয়ে
বলবে কথা আমার সনে
স্যালুট দিবে তোর স্মরণে।


তোর শহরে রাত্রি জাগুক
নিদ্রাহীন আমায় ডাকুক
ঠোঁটের কাপে ভিজিয়ে চুমুক
মাল্টি কালার ছবি আঁকুক।


তোর শহরের নিয়মকানুন  
ভেঙ্গে ফেলুক আমার মায়া
ভালোবাসার ঘর বাঁধুক
তোর সাথে আমার ছায়া।


রচনাকাল
২৬.০৬.২০২০