তোমার বিশ্বাসে আমি, আমার নি:শ্বাসে তুমি
পথ চলতে চলতে স্বপ্নের সীমানা দেই পাড়ি
রাত্রি যায় কেটে খুনসুটি করে
সকালটা শুরু হিমেল শুভ্রতা দিয়ে।


দুপুর কাটে রুপের বর্ণনা ছেপে প্রেমের কবিতা লিখে
বিকেল গড়ায় হেলে পড়া রক্তিম সূর্যের মিষ্টতা গিলে
সন্ধ্যার আকাশ থাকে অস্থির পাখি ফিরেনি নীড়ে এই ভেবে
তুমি নির্ভাবনায় থাকো বুকে বিশ্বাসের পাথর চেপে রেখে।


রচনাকাল
২৯.০৬.২০