যদি একঘেয়ে জীবন ছেড়ে
নীরবে নিশি পূর্ণিমাতে আস বকুল তলায়
দাঁড়িয়ো কিছুক্ষণ আমার প্রতীক্ষায়।
তৃষিত হৃদয়ের কথাগুলো
যত্নে মুড়িয়ে দিব শাড়ীর আঁচলে
যদি তোমার আপত্তি না থাকে।


ভালোবাসার টানে প্রাণে প্রাণে
ফোটাবো রং বেরঙের ফুল
পাশাপাশি বসে মনের আনন্দে
বাউলের একতারাতে তুলবো সুর।


মায়াভরা স্বপ্ন বুনে, গুনবো আকাশের তারা
সুখের উল্লাসে বানাবো কল্পনায় ঘর
চোখে চোখে বলবো কথা
রাত্রিকে করে পর।


বহুদিনের লালিত স্বপ্ন
যদি মুখ লুকায় লজ্জায়
বজ্রপাতের মত উচ্চস্বরে বলে দিও
বুক ভরা বাতাস চাই
চাই ভেঙ্গে চুরমার হতে
ভুল তো করেছি অনিচ্ছায়
সব শৃঙ্খল ভেঙ্গে আজ তোমার হতে চাই।


রচনাকাল
২৭.০৪.২০২০