অনেক কথা বলা হলো
তবুও নি:শব্দ কিছু কথা
বুকের বাঁ পাশটায় জন্ম দেয় ব্যথা।
হাজার স্মৃতির চক্রজালে
কষ্ট বুনে বুনে মনের আদ্যোপ্রান্ত
ভিজিয়েছি বর্ষার জলে ডুবে।
কাঁটার আঘাত সয়ে সয়ে
হয়েছি বেশ বেয়াড়া আমি
নিখাদ প্রেমের ঘোরে।
কোথায় যেন ছিলো অবহেলা
ভাঙ্গতে পারিনি তোমার মনের তালা
দীঘির কালো জল দেখে দেখে
কেটে গেছে আমার সারাবেলা
মিছে ভাবনায় চিরচেনা চকে
বসে একা একা।
সবকিছু বদলে গেছে অনুতাপে
পুরায়নি যে তৃষ্ণার দাবি
সদাসর্বদা দিয়ে যাই অঞ্জলি
যদি ফিরে আসো তুমি!


রচনাকাল
০৩.০৫.২০২০