অপরাধ করেছি বোধহয় ভালোবেসে
বুকের মধ্যে ঠাঁই না দিয়ে
কষ্টের বোঝা চাপিয়ে দিলে
ভার বহনের যোগ্যতা কী আছে
তার মূল্যায়ন না করে!
হৃদয়ের গহীনে আজ কষ্টের সাবলীল বাস
রোজ উপভোগ করি কতশত কষ্টের নিত্য নতুন উল্লাস
ভালোবাসার ইচ্ছেকে মৃত্যু দিয়েছি
যে দিন তোমার পবিত্র আমানত গ্রহণ করেছি
পুঁতে এসেছি মনের আঙিনা থেকে অনেক দূরে
সাদা কাপনে মোড়ানো নির্জীব বাক্সে ভরে!
কষ্টের বাণীগুলি এখন সম্বল যা আমায় অহরহ পুড়ে!
বেদনার ওষ্ঠে চুম্বন খেতে খেতে আমি বেশ ক্লান্ত
নিশ্চয়ই তুমি তা চেয়েছো?
কোন দুঃখবোধ নেই আমার
তুমি ভালো থেকো।।


রচনাকাল
১২.০৪.২১