সে আমায় পাগল ডাকে
আমি তাই পাগলামিতে  
তাথৈ তাথৈ
খুব খেয়ালী মন তার
চোখে চোখে রাখার ব্যাপার
বেখেয়ালী এই মানুষটি যে তার
দুপুর হলে মোবাইলে
ওপাশ থেকে কণ্ঠ শুনায়
লাঞ্চের সময় যায় বয়ে
সন্ধ্যার আগে অপর কলে
জিজ্ঞাসা কোথায় তুমি
তাড়াতাড়ি ফেরো ঘরে
সন্ধ্যবাতি জ্বালবো দু'জন
মোহন বাঁশির সুরে সুরে
কখনো বা রাত হলে
সদর দরজায় গোমরা মুখে
যতই বলি রাস্তায় জ্যাম
অফিসে বেশ কাজের চাপ
অথবা
ফিরতি পথে বন্ধুর সাথে দেখা
কফি হাউজে কফি খেতে খেতে
জমেছিল পুরানো সেই জম্পেশ আড্ডা
সে অনেক কথা, স্মৃতির পাতা উল্টে দেখা
বলতে বারন এসব কথা
কানে নেয় না কোন অজুহাত
গোমরা মুখে একটাই কথা
সন্ধ্যার আগে ফিরতে পারোনি
ওটাই আমার প্রতি তোমার অবহেলা
অত:পর
ডাইনিং টেবিলে ডিনার সাজিয়ে
বিড়বিড় করে বলতে থাকে
এত ভালোবাসি আমি যাকে
সে কী আমায় ফালতু ভাবে
দায়িত্বহীন এই পাগল টাকে
ঠিক করা যায় কোন ভাবে
সব চুকিয়ে যখন 'সরি' বলি
তার গালে ফোটে মিষ্টি হাসি
বুকে জড়িয়ে বলে-
'তোমায় আমি বড্ড ভালোবাসি'
সুযোগ পেয়ে আমিও বলে ফেলি-
'ওরে পাগল রাজার পাগলী রানী
তোরে ছাড়া যে নি:শ্ব আমি'!


রচনাকাল
১২.০১.২১