গুঁড়ি গুঁড়ি বৃষ্টি যখন পড়ে আমার ঠোঁটের বাঁকে
ভীরু লাজে তখন মেঘ হাসে তোমার চোখে চোখ রেখে
আমি বাপু ভীষণ বোকা বুঝি নাতো কোন ছলাকলা
যখন একটু হেসে একটু তাকাও বুঝি বুকে ঠাঁই নিতে চাও
যখন উড়ে এসে বসে চুপটি করে প্রজাপতি আমার ঘাড়ে
তখন বুঝি ভালোবাসার দরজায় এসে কেউ কড়া নাড়ে
জোছনার আলো সেই সুবাদে চুপি চুপি আমায় ডেকে বলে
হৃদয়টাকে মেলে ধরে বুঝে নে তোর ভালোবাসারে
যতটা যত্নশীল থাকা যায় ততটা যত্নশীল থাকিস তার ব্যাপারে।


রচনাকাল
৩০.০৯.২০