আলোর সন্ধানে সন্ধানী হয়ে
শুরু হলো পথচলা,
চারপাশে শত সহযাত্রীরা
যেন গেঁথেছে ফুলের মালা।


আলোকের মাঝে থেকেও আমি
আঁধারের রূপ দেখি,
হৃদ মাঝারের ফাঁকা জায়গাটা
চেপে ধরেছে আঁখি।


যেদিকে তাকাই অচেনা রূপ
ফিকে হয়ে যায় সব,
খুঁজে পাইনা কাকে শোনাব
হৃদয়ের কলরব।


এমনি সময় দূর থেকে এক
আহবান এলো ভেসে,
"তুমি কি আমার বন্ধু হয়ে
থাকবে আমার পাশে?"


অনুভূতি গুলো একসাথে হয়ে
খুলে দিল হৃদদ্বার,
শূন্যতা যেন কথাটির কাছে
মেনে নিল তার হার।


১১ মার্চ ২০১৮, ইবি।