আবার দেখা হলো
বহুদিন পর তব সনে
কত যে তৃষ্ণা, আশা, বাসনা
ছিল এ মনের কোণে।


কতদিন ধরে কত ক্রোশ দূরে
রয়েছিনু হায়,
তোমা ছেড়ে আমি কি করে ছিলাম
ভেবে নাহি পাই।


যে ক্ষণে স্মরেছি তোমায়
কেঁদেছে যে মোর মনে
তব রূপখানা ভাসিয়া উঠেছে
ভেজা এ নয়নে।


ফের তোমাতে এসেছি ফিরে
তোমায় দেখিব বলে
আবার এ দেহ জড়াবো
তব মমতার আঁচলে।


তনুখানি মোর ভিজাব
তব যমুনার বারিতে
পদ্ম পুকুরে ঝেঁপে ঝেঁপে পরিব
কমল তুলিতে।


নাঙ্গা পায়ে দলিব দূর্বাঘাসেরে
শিশিরীয় ভোরে,
বৃষ্টিতে ভিজে দৌঁড়াবো চরে
ভেজা বালির ওপরে।


ওহে মাতৃকা তোমায় ছেড়ে
থাকিতে পারিনি দূরে
তব মায়া বাণ বাধ্য করেছে
ফের আসিতে ফিরে।


নভেম্বর ২০১৫