পথে পথে ঘুরে ফিরে ওরা
পথশিশু নাম নিয়ে,
ক্ষুধা ওদের নিত্য সঙ্গী
ছেড়া জামা থাকে গায়ে।


রাত্রি হলে পথের ধারেই
শুয়ে পড়ে চাটাই পেতে,
নিবৃতি চায় কচি দেহ
সারাদিনের ক্লান্তি হতে।


দিন কেটে যায় পথে পথে
দু'মুঠো ভাত খাওয়ার তরে,
নির্ঘুমতাই খেলার সাথী
খেলা করে রাতদুপুরে ।


উঠতে হবে ভোর সকালে
ছুটতে হবে খাবার খোঁজে
এই ভাবনা নিয়েই পথের ধারে
পথশিশুরা দু'চোঁখ বুজে ।


১৫ মে ২০১৬, সাভার।