আকাশ যতটা বিশালতায় ছায়া দেয়,
তোমার ছায়া হবো তার চেয়েও বিশাল।
আকাশ দৃষ্টি নন্দন মেঘের শূন্যতায়,
ঊষা-সাঁঝে রক্ত বর্ণ, মধ্যাহ্নেই কাঙাল।

জীবন স্রোতের উল্টো পথে- বন্ধুর পথ,
পাড়ি দিতে জীবনের পথ সহিষ্ণু হলে-
কেবলই রুখতে পারিবে ছুটন্ত রথ।
রহিবো স্বযতনে একে অন্যের খেয়ালে।
বটবৃক্ষ সাজিবো ভুলাতে ক্লান্তির পথ,
ছাতাই হবো আমি বৃষ্টি তোমায় ভেজালে।

বায়ু তুমি সুধাইও তাহার দুই কর্ণে,
"জীবনের তরেও তাহার রয়েছি আমি;
মরনের পরেও- উত্থানে রহিবো মানি-
সাগর কিংবা পর্বতে, জীবন দর্শনে-
বন্ধুরতা দূরিয়ে সরলে হবে আগামী।"

রচনা কাল: ২৮ ও ২৯ মে ২০২৩ ইং