বিদায় মানেই করুন
বড়ই বিশাদ ময় ক্ষন।
বিদায় মানেই ছেড়ে যেতে হয়
অতী আপন জন,
বিদায় মানেই প্রিয়জনের
অশ্রু ভেজা আখিঁ,
বিদায়ের মত এত করুন
আর কি কিছু আছে নাকি?
বিদায় মানেই বেদনার সুর
হৃদয় ভাঙ্গা গান,
বিদায় মানেই ছিনিয়ে নেয়া
আনন্দের তাজা প্রাণ।
বিদায় মানে শত সহস্র
বেদনার সাগরে ভাসা।
বিদায় আসে কেড়ে নিয়ে যায়
মনের শত আশা!
বিদায় এত করুন কেন?
কেন এত বিষাদ ময়?
বিদায়ের ভয়ানক থাবায়
হয় যাতনা হৃদয়ের ক্ষয়,
আমি কি কখনো এই বিদায়ের উধ্ধে নই?
তাই তো মোরা বারে বারে
বিদায়ের সম্মুক্ষিন হয়।