বাঁকা চাঁদের কিঞ্চিত রেখা,
দেখিয়ে দিল সে সবার সেরা।
হাঁসি মুখে দাড়িয়ে সবাই,
বিশাল আশাই সারি পুরাই।
দীর্ঘ সময় সাধনায় রয়ে,
অপেক্ষায় থাকে ভোর রাতের।
হাঁসি মুখে ভক্ষণ করে,
সতর্কতার আওয়াজ শুনে।


সারাদিন আশায় থাকে;
নিরাহারে সে ,সূর্য অস্তের।
আশায় আশায় সন্ধা আসে,
সোম মামা ইঙ্গিত দিয়ে।
অধীর ক্ষুদায় আহার করে,
প্রস্তুতি নেয় পরের দিনের।......