ইশ্বর তুমি মহাশয় ;
করিলে ত্রান,
এ ধরাই সৃজন করিয়াছ বহু ব্যবধান।
ইশ্বর তুমি সম হাকিম,
সর্ব সৃষ্টির প্রতি।
তবু কেন বিচরন,
উচু নীচু জাতী।
সর্ব তরে সর্ব সমান,
সম জমীনে সৃজন কর সম আসন।
সর্ব তরে করিব আসান ,
সৃজিত এ ব্যবধান।