সন্ধার পরে মাঠে বা ঘাটে,
ছাদে বা টিভির দ্বারে,
বসে আছে কিশোর বা কিশোরী বৃদ্ধা বা তরুন তরুনী,
ঈদের আগমনীবার্তা বইবে বলে।
ঘটিল বাঁকা ছাঁদের আগমন
জানিয়ে দিল সে আগামি কাল আহ্লাদের শুভাগমন।


এ নিয়ে ঘরে ঘরে বসিয়ে দিল জিদ।
কেউবা বলে নানুর বাড়ি কেউবা বলে দাদার,
সবাই মিলে পুষিয়ে নিল পরে পর পর।


একে একে নানুর বাড়ি,দাদার বাড়িও সাথে,
সালামে সালামে সেলামি আসবে,
আসবে আরো ভালবাসা;
সাথে আছে ফিরনি সেমায়,আড্ডা তো বেশুমার।


দুঃখ হচ্ছে তাদের নিয়ে,যারা গরিব রাস্তায় থাকে,
মধ্যবিত্তের কথা নাই বা বললাম
তারাই দারুন অসহায়,
বলেতে পারে না , খুজতেও না,দুঃখ তাদের নিরবে কাঁদায়;
বন্ধুনিয়ে চলা যে নিরুপায়।
গরিব হলে খুজতে পারত,মিসকিন হলে ফিতরায়,
তারা তো মধ্যবৃত্ত খুজবে কোন যাত্রায়?


তবুও থাক না যেথায়,
আনন্দ তো ঈদগাহের ধারায়
গরিব দুঃখি,ছোট বড় কাঁদে কাঁদ মিলায়,
তবে হবে আহ্লাদের ঈদ পূর্ণতা