অবাক লাগে তোমাদের কলঙ্ক মুখর বক্তব্যে।


যখনি শুনি ঐ আসছে তেড়ে নিষিদ্ধ পল্লি থেকে,


করেছে মেলামেশা কত পুরুষের তরে,


সত্যি সেই মাগি বলে।


রাতে দুপুরে আচঁল খুলে কত শত বার,


এটি কোন পরিবারের জারজ সন্তান?


আমি বলি তুমিও একই দোষী সমান মাগ্রা বলে


তার সাথে তুমিও ছিলে সন্ধার পরে


সেই কলঙ্কিত ঘরে।


তবুও কেন সে মাগি,তুমি সমাজে পবিত্র অতি?


আচঁল টা নিয়েছিলে খুবই অল্প দামি,


চিন্তা তো করনি সে ও তোমার মায়ের জাতি।


করছিলে কলঙ্কিত,এখন বলছ কলঙ্কিনী


যে দুষে কলঙ্কিত সে,তুমিও সেই অপরাধী।