জন্ম যদি হত আমার নৃপতির ঘরে
সোনার চামচে মউ নিতাম জননীর হাতে।
সম্মান যার নাহি দিতে ব্যক্তির সমান
অর্থ দিয়ে সম্মান আসে,ক্ষনিকের মান।


তিক্ত বীজে যে তরুর জন্ম
নন্দন অয়নে তরে কর রোপণ,
জৈষ্ঠমধু হয়না সে তরুর চর্ম।


শরাব যদি রাখিত হয় দুগ্ধ পাত্রে
সে শরাব হবেনা কভু দুগ্ধ স্বাদে
তথাপি ছড়াবে সে আপন স্বাদ
সতত সে শরাব করিবে মাতাল।