বৈশাখের এই নতুন দিনে কি দিব তুরে
নামে বাঙ্গালি কাজে তো আমি নহে।


নেই তো মোর ভাঙ্গা কুলা নেই তো ঢাকি
চালুন দিয়ে যে চালে রাখবে ধানের মাড়ি।


নেই তো আমার মাটির হাড়ি, নেইতো কলসি
ভাত তো আজ পান্তা হয়না,খাবে যে করে সানকি।


একতারা তো যায়না পাওয়া দোতারাও না
সব কিছু আজ হারিয়ে গেছে গ্যং গ্যং গা।


সবাই তো আজ দিনের ভাঙ্গালি দৈনিক তো নহে
বছারান্তের প্রভাতে পান্তা ইলিশ ব্যতিত নাহি চলে।