গল্পের কোন মুখবন্ধ নেই। আছে শুধু একটি প্লট, নেই ক্যরেক্টার,নেই
অতিরঞ্জিত কাহিনী, নেই সংলাপ, নেই দৃশ্য বিভাজন, নেই ত্রি ঐক্যের ভ্যাঁনভ্যাঁনানী,
নেই সেট, নেই ...
যুদ্ধ আছে ।
সেই যুদ্ধে প্রেম আছে, আছে কিছু স্বপ্ন, কিছু বিশ্বাস, নেই
জিত কিংবা হারের প্যাঁনপ্যাঁনানী। আছে যুদ্ধ, কিছু পাথুড়ে রক্ত। নেই
ইতিহাস, নেই আলোচনা কিংবা লিজেন্ডদের কোন পরিচয়।
নেই বিশ্বস্থ্যতা, নেই আস্থা, আছে বিশ্বাস ঘাতকতা, অপুর্ণতা।
এই গল্পে কোন গান নেই, পাত্র-পাত্রীর প্রেম নেই, নেই স্পর্শের মাদকতা, নেই
সেক্স, ভায়োলেন্স আছে। খুন হওয়া আছে, খুন করা আছে। নেই
বেঁচে থাকা, নেই বেঁচে উঠা। মরে যাওয়া আছে, বেঁচে থেকে পঁচে যাওয়া আছে, পঁচে যেয়ে
ভালো থাকা আছে। নেই গান, নেই সুর, কথা আছে। কথায় কথায় ভ্রূকুটি আছে। নেই সুখ, নেই
মুখ , মুখোশ আছে। নেই কিচ্ছু, শুধু অভিনয় আছে। প্রতারণার ফাঁদ আছে, কষ্ট আছে, আক্ষেপ নেই।
নেই মিরাকল, নেই ওরাকল, মিষ্ট্রি আছে। তাতে কিছু মশলা আছে, তিন স্তরের খাদক আছে, খাদ্য নেই।
নেই অংক, নেই সংখ্যা, তবে সমীকরণ মেলানোর ঝামেলা আছে। নেই নায়ক, নেই ভিলেন, নায়িকা নেই।
নেই ক্লাইমেক্স, হ্যাপি এন্ডিং নেই। শেষ আছে। শেষে বড় শুণ্য আছে। শুণ্যের পরে সংখ্যা নেই, বিশ্বাস আছে।
গল্পে কোন ছন্দ নেই, নেই অক্ষর, ধ্বনি বিপর্যয় নেই, স্পেলিং ইরর আছে, ভুল ধরার শিক্ষক আছে কিন্তু
ভুল নেই। আছে গাদা গাদা অশুদ্ধি, শুদ্ধি নেই। শুদ্ধ থাকার উপায় নেই, পুণ্যি নেই, পাপ আছে। পাপে
হাহাকার আছে, সন্তাপ নেই। ভোগ আছে, তথাকথিত ত্যাগ আছে, ভণ্ডামি আছে, সত্য আছে,মিথ্যা নেই।
যা আছে সব ঠিক আছে, বেঠিক নেই। সুখের ভাঁড়া আছে, উপরে উঠার তাড়া আছে, হিদু আছে, ন্যাঁড়া
আছে, মানুষ নেই। মানুষগুলোর প্রাণ নেই, ফসলের ঘ্রাণ নেই, পোকা আছে।
পোকার প্রাণ আছে, তাদের গুয়ে ঘ্রাণ আছে, দমনের বিষ নেই। বিষের হাড়ি আছে, সেখানে ভঁনভনা মাছি আছে।
একা একা থাকা আছে, অদ্ভুত রেস আছে, ট্র্যাক নেই। রোড নেই, গাড়ি আছে, সিগনাল নেই। টোল আছে,
ঢোল আছে, তাল আছে, বোল নেই। ব্লাক হোল আছে, আকাশ নেই।
রাজা নেই, শিরস্ত্রাণ আছে। সেটা দখলের প্লান আছে। পেছনে ফিরে আসা নেই, পরিত্রাণ নেই।
আছে নেতা, রাজনীতি আছে। নীতি নেই, পিতা আছে। মান আছে, অভিমান আছে, ভক্তি আছে, মুক্তি নেই
মুক্তির কোন ইচ্ছা নেই, তাগিদ আছে। চাল নেই, পশ্চাতের ছাল নেই।
হাতে পায়ে বেড়ি আছে, কাছে কোলে নেঁড়ি আছে।
বাঁশসহ গাঁড়া আছে, বাড়া নেই। সেই ভালো তাতে কোন জ্বালা নেই, সুঁড়সুড়ি আছে।