ভালবাসি তোমার লাল-নীল কাঁচের চুড়ি
        মুছে যাওয়া চোখের কাজল,
ভালবাসি তোমার মিষ্টি হাঁসি
        গাল বেয়ে গড়িয়ে পরা জল !


কখনও বদরাগী,
        লাল চোখে শাসন কর
অবুঝ আমাকে।


কখনও ভীষণ মায়াবী,
     চোখের কোনে মায়ার কাজল মেখে
বড্ড আবেগী হয়ে,
      মায়ার চাদরে জড়াও !


কখনও বড্ড অভিমানী,
      অল্পতেই গাল ফুলিয়ে,
সব ছুড়ে ফেলে হারাও !


তবু স্বপ্ন দেখি,
       গল্পের শেষে,
আমার গল্পের রাজকন্যা হয়ে
      রয়ে যাবে আমার কাছে,
হু,  ঠিক এইখানটায়,
    যেখানে তাজমহল নয়,
শুধু তুমি রয়েছো !
        হৃদয়ের ঠিক মধ্যখানে !


                    -আকতার উজ জামান মুন্না