কখনো মন বিষন্নতার
কালো মেঘে ঢাকা পরে।


কখনো মনে দোলা
জাগায় কিছু ঘটনা।


আবার কখনো ছোটো ছোটো
দুঃখ বাঁধে বাসা।


কখনো ইচ্ছে ঘুড়ি ডানা মেলে,
রঙিন স্বপ্নর জালবোনে।


কখনো সমুদ্র কে দেখে
আমার ছোট্টো মনটা
আনন্দে ভরে ওঠে।


কখনো সমুদ্রটাকে দেখে
মনে হয় আমার বিষাদ ভরা
লোনাজল জমা করেছে।


কখনো আকাশের নীলকে
মনে হয় আমার স্বপ্নগুলো জমা
করে সে নীল হয়েছে।


কখনো মনে হয়।
আকাশের নীলটা শুধুই
আমার বিষাদময় শূন্যতা!


কখনো মনের ভেতর
রক্তক্ষরণ গুলো স্বচ্ছ হয়ে
দুই  নয়নে ভাসে।


তবুও বেঁচে আছি
কিছু আশা আর স্বপ্ন নিয়ে।