কাশফুল আর মেঘের মধ্যে
মিতালী জেনো সহস্র যুগ ধরে।


তারমধ্যে ভাগীদার
আমিও কম না।


সুযোগ পেলে ওদের সাথে
আড্ডায় মেতে যাই,
মনের মথাগুলো কেমন
অকপটে শেয়ার করি।


ঘুম জাগানিয়া পাখি হয়ে
নীল আকাশে উড়ে উড়ে
ভেসে ভেসে রং-তুলি তে
এঁকে যাই মনের কথা।


অপূর্ব দেশের অপূর্ব সৌন্দর্য
উপভোগ করে চলি।


ফেলে আশা দিন কে খুঁজি।
মনের কোনে মেঘ জমে যায়।


কিছু কথা আর গানে মন ভোলাই।


এই তো আমার দেশ!
যাকে দেখলে
আমি সব দুঃখ ভুলি
সুখই শুধু দোলা দেয়।


কোনো একদিন কাশবেন বেড়াতে গিয়ে লেখা কবিতাটি


১/১০/২০