তুমি এতো হাসো কেনো?


হাসি পায় যে,


হাসলে তোমায় বেশ লাগে! কিন্তু...


কিন্তু কি?


তুমি তো দুঃখ লুকিয়ে হাসো,


সে একরকম  হাসলেই হলো,


তাতে কি দুঃখ ঢাকতে পারো?


তাতে হাসির কি আসে যায়!


যদি দুঃখ তোমার পালঙ্ক হয়, তবুও?


হুমম, তবুও হাসবো,
দুঃখে কি সবসময় থাকা যায়!


তবে দুঃখে কাঁদো কেনো?


কাঁদি সুখটাকে ফিরে পাবার  আশায়,


যখন মেঘ ভেঙে বাদল ঝরে তখন?


তখন, দুঃখটাকে বৃষ্টির জলে সিক্ত করে
সুখে পরিনত করি,


এতো দুঃখী তুমি মেয়ে?
দুঃখের ভেলা বেয়ে তুমি যাও কোথায়?


দুঃখকে কোন এক প্রান্তরে রেখে
সুখকে সাথী করে নিয়ে আসবো
সুখের ভেলা বেয়ে।


তবে বলি কি দুঃখ ছাড়া কি সুখের কিই বা মূল্য আছে?