একাকীত্ব শব্দটা আমার কাছে
একা থাকাকে বুঝায় না।
আমি মনে করি অনেকের মাঝে থেকেও
নিজেকে একা মনে হয়।


আমরা বসবাস করি ভালোবাসার  
মানুষ গুলোর সাথে।
তারা আমাদের  ভীষণ আপন।
তাই অধিকার, অভিমান, অনুযোগ
সব তাদের  কাছে।


একাকিত্ব তখনই বোধ করি,
যখন তাদের কাছ থেকে
কোনো কষ্ট  পেয়ে থাকি।


তখন সবাই পাশে থাকলেও
না বলতে পারা কষ্টটা নিজেকে
খুব  একা করে দেয়।


আর রাত গভীর  যতো হয়
একাকিত্বের যন্ত্রণাটা বাড়তে থাকে,
চোখ ফেটে কান্না আসে।


আমি এটাকেই  মনে করি
একাকিত্ব।