এই দিগন্তজোড়া
সুনীল আকাশের নিচে
আমি যখন
তোমায় খুঁজে পাই,
মনে হয় আকাশ ছোঁয়া  
ভালোবাসা তোমাকেই দিই।


সাগরের পাশে যখন
তোমায় পাই,
মনে হয় তোমার যতো তৃষ্ণা আছে,
সব মিটিয়ে দিই।


আর ঝড়ের মাঝে
যখন তোমায় পাই,
তখন ইচ্ছে হয়,
ঝড়কে বলি
তোমার যতো দুঃখ-কষ্ট,
অভিমান, বেদন, রোদন
উড়িয়ে নিয়ে যাক।


বৃষ্টিতে মনে হয়
যতো ভুল, ভ্রান্তি, অভিমান,
গ্লানি,জরা আছে
ধুয়ে মুছে
সব সাফ করে নিয়ে যাক।


আগুন কে বলবো,  
তুই এতো রূঢ় হোসনে!
আমার প্রিয়ার কষ্ট হতে পারে।


প্রজাপতিকে বলবো,
তোর রঙিন পাখায় ভর করে
নিয়ে যা আমাদের
অচেনা কোনো দেশে।


যেখানে ভোর হবে
পাখির গানের মূর্ছনায়।
সূর্য আড়চোখে দেখবে,
আমরা ভালো আছি।


যেখানে আকাশ ভরা জ্যোৎস্না
আমাদের হাতছানি দিয়ে ডাকবে।


চাঁদ মুগ্ধ হয়ে আমাদের গান,
কবিতা, রচনা করতে দেখবে।


ওদিকে চাঁদের বুড়ী চড়কা কাটবে
আর স্বপ্ন বুনবে আমাদের জন্য।


কোনো হিংসে বিদ্বেষ রইবে না,
একজন আর একজনের উপর
অন্যায় অত্যাচার করবে না।


যেখানে সবাই থাকবে নিরাপদে।