কি হবে কিছুই  জানিনা,আল্লাহই জানেন।
মনে হচ্ছে  লটারিতে চলছে জীবন।
যার বাঁধবে  সে শেষ।
কখনো কি ভেবেছি এমন হবে"
মনটাকে কতো শক্ত করতে হবে কে জানে।
আল্লাহ কি আমাদের সেই টুকু ধৈর্য্য দেবেন!?
যার যাচ্ছে  সেই বুঝছেন আপনজন হারানোর কষ্ট!
যেখানে  উন্নত দেশগুলোই পারছেনা
এ-তো পরিচ্ছন্নভাবে থেকে,
সেখানে আমরা কতটুকু রক্ষা করতে পারবো?
পারতে পারি একমাত্র সচেতনতা
এবং  সৃষ্টি কর্তার দয়া।
মৃত্যু একদিন  হবেই এটা সত্য।
কিন্তু  তা জেনেও আমরা কতো পাপ করছি।
এখন মৃত্যু বলতে গেলে হাতের  উপর।
তারপর ও কি আমরা আল্লাহ কে ভয় করছি?


আর কতোদিন, কতোকাল এমন চলতে পারে
কেউ  জানিনা।
পৃথিবীটাকে কি ঢেলে সাজাচ্ছেন সৃষ্টি কর্তা!
সেই পৃথিবী দেখার কি সুযোগ হবে আমাদের!
আমাদের কি সেই সৌভাগ্য হবে!
কেমন হবে সেই  পৃথিবী?
আপনজন হারিয়ে  কতোটা  
ভালো থাকবো আমরা?
আমারা পৃথিবীটাকে এতো নোংরা করেছি,
এ-তো জঞ্জালে পূর্ণ করেছি
তা পরিস্কার করার জন্য মনে হয়
এই অদৃশ্য দানব করোনা হানা দিয়েছে।
থাকনা এসব,এতো সাত পাঁচ ভেবে কি হবে।
আল্লাহর উপর ছেড়ে দেই আর একটু সচেতন হই।
পৃথিবী মনে হয় এখন চরম শান্তিতে আছে।


করোনার সময় লেখা কবিতাটি