তোমার  আমার  জন্ম
শুধু দূরে থাকা।


মনটা একসাথে বাঁধা
ছিলো কিনা!


ক্ষণে ক্ষণে হৃদয় সূতায়
টান পরা।


অনুভবে ছুঁয়ে দেয়া।


কষ্ট গুলো বিদায় দেয়া।


অনুরাগের পরশ পাওয়া।


একই মালায় গেঁথে থাকা।


না পাওয়ার বেদনা ছোঁয়া।


কাজের ফাঁকে তোমায় খুঁজে
চঞ্চলা মন হারিয়ে যাওয়া।


তোমার দু’চোখেতে
স্বপ্ন গুলো খুঁজে পাওয়া।


মরুর বুকে এক ফোঁটা
শিশির বিন্দু হয়ে যাওয়া।


তোমার  কথায় যাই হারিয়ে
সুখের কোনো কল্পলোকে।


কল্পনারই আল্পনাতে
হাজার রঙে রাঙিয়ে দেয়া।


চারিদিকে শুধু
আমার কায়ায়
তোমার ছায়া।


১৭/৩/২১