ভালোবাসা নিয়ে খেলতে জানিনা,
তাই তো এতো ভালোবাসি তোমাকে।


ভালোবাসা গিরগিটি নয়
যে রং বদলায়।
রং তো সে বদলায়,
যার কাছে মনটাকে খেলনা মনে হয়।


ভালোবাসা কে অপমান করতে জানিনা,
তাই তো কাঁদে চোখ, এই হৃদয়।


আমার চোখের জল তোমার কাছে
কোনোই মূল্য নেই জানি তবু্ও
ফিরে আসতে পারিনা।


কারণ মিথ্যা ভালোবাসা কি,
আমি জানিনা।
আমি হয়তো বোকা।
আমি এ-যুগে বেমানান।


ভালোবাসা নাকি কিচ্ছু না,
সব নাকি মোহ।
সবাই তাই বলে কিন্তু  আমি কেনো
বিশ্বাস  করতে পারিনা।


আচ্ছা ভালোবাসা মানে কি শুধুই প্রেম!
ভালোবাসা  মানে কি শুধু  দু'টো শরীরের কাছাকাছি আসা?


এবং  তাকে পেতেই হবে!
পাবোনা ভেবেও যে ভালোবাসে
নিঃস্বার্থ ভাবে, তাকে কি বলে?


আমি এতো অবুঝ কেনো!?


না পাওয়াতেও যে এতো সুখী
হওয়া যায় তা কি ভালোবাসা নয়?


তোমার একটু মনোযোগ একটু কথা
আমাকে এতো সুখী  করে
তার নাম কি ভালোবাসা নাকি প্রেম!আমি জানিনা।


তোমার কাছে অহংকার  অনেক বড়ো।
কিন্তু  আমার  কাছে ভালোবাসা।


না আমার কোনো স্বার্থ নেই
তোমাকে কাছে পাবার।


আমার জীবনের শেষ দিনপর্যন্ত
তোমাকে ভালোবেসে যাবো।
কখনো কিছু  চাওয়ার নেই তোমার কাছে।
ইচ্ছে হলে কষ্টিপাথরে ঘষে দেখতে পারো।


সময় # ৩;৫০
৭/১/২১