প্রকৃতি আমায় যেমন
নিয়ে যায় তার গভীরতায়,
তেমনই তুমি আমায়  নিয়ে যাও
তেমনই তোমার প্রাণটায়।


নদী যেমন খুঁজে ফেরে মোহনায়
তেমনই খোঁজো তুমি আমায়!


নদী যেমন ছুঁয়ে দেয় সাগরকে,
তেমনই তুমি ছুঁয়ে দাও আমাকে।


গান যেমন সুরকে ছুঁয়ে যায়
তুমিও তেমনই ছুঁয়ে যাও আমায়।


লজ্জাবতি যেমন ছুঁয়ে দিলে
লজ্জায় লুকিয়ে যায়,
আমিও তোমাতে তেমনই
লুকাতে চাই লজ্জাবতির ন্যায়।  


মহুয়ায় যেমন মৌ জমায়
তুমিও মৌ জমাও
আমার হিয়ায়।।